ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্যা এলাকায় কার্ভাডভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছেন দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
গতকাল রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গুল্যা এলাকায় ফোর ব্রাদার্স ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। হতাহতরা প্রাইভেটকারের যাত্রী।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মহাসড়কের ফোর ব্রাদার্স ফিলিং স্টেশনের সামনে ঢাকামুখী লেনে কলাবোঝাই একটি পিকআপভ্যান বিকল হয়ে পড়ে। সেটি দেখে একটি কাভার্ডভ্যান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল।
এ সময় পেছন দিক থেকে প্রাইভেটকার এসে কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের ভেতরে থাকা দুজন নিহত হন। আহত অবস্থায় আরও তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসাইল থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, ‘এ ঘটনায় প্রাইভেটকারের ভেতরে থাকা দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া বলেন, ঢাকাগামী লেনে একটি প্রাইভেটকার কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের দুইযাত্রী নিহত হয়।
আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে প্রাথমিকভাবে এক জনের নাম পাওয়া গেছে, তিনি হলেন সাঈদ। অপরজনের নাম জানা যায়নি।
জেএন/পিআর