ঘুমধুমে পড়লো মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল/নিহত ২

বান্দরবানের ঘুমধুম সীমান্তের জলপাইতলীতে এসে পড়েছে মিয়ানমারের ছোড়া মর্টারশেল। আঘাতে এক বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন।

- Advertisement -

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৩টায় তুমব্রু সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হোসনে আরা (৫৫) ও আব্দুর রহিম (৫২)। এদের মধ্যে আব্দুর রহিম রোহিঙ্গা নাগরিক।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ড জলপায়তলীর ইউপি মেম্বার শফিকুল ইসলাম।

এদিকে, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

- Advertisement -islamibank

এদের মধ্যে আরও সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের উখিয়া, কক্সবাজার জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বিজিবির তত্ত্বাবধানে কক্সবাজার সদর হাসপাতালে এ পর্যন্ত ৯ জনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে দুজন এবং সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে সাতজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়।

হাসপাতালে কঠোর নিরাপত্তায় তাদের সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না গণমাধ্যমকর্মীদের।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM