ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যানসার ধরা পড়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বাকিংহ্যাম প্যালেস থেকে এ তথ্য জানানো হয়েছে। চিকিৎসার কারণে তিনি জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রোস্টেটের সমস্যা নিয়ে গত মাসে হাসপাতালে তিন রাত ভর্তি ছিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তবে কী ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন চার্লস, প্রাসাদ থেকে স্পষ্ট করে বলা হয়নি। তবে তিনি যে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হননি তা নিশ্চিত করা হয়েছে।
বাকিংহাম প্যালেস থেকে আরও বলা হয়, সোমবার থেকে ৭৫ বছর বয়সী রাজার ক্যানসারের চিকিৎসা শুরু হয়েছে। নিয়মিত চিকিৎসার একটি সময়সূচি করা হয়েছে। এ সময় জনসাধারণের মুখোমুখি না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
২০২২ সালের সেপ্টেম্বরে মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক হয় চার্লসের।
জেএন/এমআর