চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৬ নম্বর ওয়ার্ড পূর্ব নাটমুড়া এলাকায় বন্যহাতির আক্রমণে ষাটোদ্ধ বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম আবুল কালাম। তিনি পুকুরিয়ার পূর্ব নাটমুড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে, বৃদ্ধ আবুল কালাম অন্যান্য দিনের মতোই মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে যান। নামাজ শেষে পারিবারিক কবরস্থান জিয়ারত করার মুহূর্তে পেছন থেকে বন্যহাতি তাকে আক্রমণ করে।
পরে স্থানীয়রা এগিয়ে আসলে হাতিটি চলে যায়। আহত অবস্থায় আবুল কালামকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণের আবেদন করা হলে নিয়মনুযায়ী ক্ষতিপূরণ দেবার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কালিপুর রেঞ্জ ফরেস্ট রেঞ্জার মনোয়ার হোসেন।
জেএন/পিআর