তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) উদ্যোগে এবং চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় তিন দিনব্যাপী ‘তৃণমূলের হাট’ রোববার (২ ডিসেম্বর) বিকাল ৩টায় শুরু হচ্ছে।
নগরের রেলওয়ে পলোগ্রাউন্ডে আন্তর্জাতিক উইম্যান্স এসএমই এক্সপোর গ্রাসরুটস্ প্যাভেলিয়নে আয়োজিত ‘তৃণমূলের হাট’ এর সূচনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও দুর্নীতি প্রতিরোধ কমিটি চট্টগ্রাম মহানগর ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. শিরিন আখতার। অনুষ্ঠানে নারী উদ্যোক্তা ও গ্রাসরুটস এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
‘তৃণমূলের হাট’ এর মূল লক্ষ্য তৃণমুল পর্যায়ের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের সঙ্গে দেশের ব্যবসায়ী সমাজকে পরিচিত করানো, পণ্যের গুণগত মান নির্ণয়, বাজার নির্বাচন, মূল্য নির্ধারণ এবং দেশে উৎপাদিত পণ্যের প্রসার ঘটানো।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে গ্রাসরুটস দেশে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।