অনিয়ম/৩ লাখ টাকা জরিমানা গুনল চৌধুরীহাটের ইউনিক সুইটস

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

- Advertisement -

এসময় খাদ্য তৈরিতে নানান অনিয়মের জন্য ইউনিক সুইটস অ্যান্ড বেকারি নামক একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

- Advertisement -google news follower

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।

অভিযান শেষে তিনি সাংবাদিকদের জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে দেখা যায়, নোংড়া ও অপরিষ্কার পরিবেশে মিষ্টি তৈরি করছিলেন ইউনিক সুইটস অ্যান্ড বেকারি নামক একটি প্রতিষ্ঠান।

- Advertisement -islamibank

তাছাড়া এ প্রতিষ্ঠানে তৈরি করা বিভিন্ন খাদ্যে ব্যবহার করা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক। কিডনি রোগ সৃষ্টিকারী হাইড্রোজের ব্যবহার করতেও দেখা গেছে।

ফলে খাদ্য তৈরিতে নানা অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান এ ম্যাজিস্ট্রেট।

জেএন/হিমেল/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM