চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান বলেছেন, আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। কাউন্টার টেররিজম, সোয়াত, সিআইডি, পিআইবি, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটসহ বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে সিএমপি এখন যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম।
তিনি রোববার (২ ডিসেম্বর) সকাল ১১টায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে সিএমপির বোমা নিষ্ক্রিয়করণ মহড়া অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো প্রকার নাশকতা ঠেকাতে সিএমপি এই মহড়ার আয়োজন করে।
মহড়া অনুষ্ঠানে দেখানো হয়, রাষ্ট্রীয় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সন্ত্রাসীরা অপহরণ করে। তাকে পুলিশের একাধিক টিমের সমন্বিত প্রচেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পাশাপাশি দুই অপহরণকারীকেও আটক করা হয়। সবশেষে সন্ত্রাসীদের আস্তানা থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়।
মহড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ানসহ উপ-কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।