চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দুপুরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে চারটি টিনের চালার বসতঘর।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার বাহারচড়া ইউপির রত্নপুর ৩নং ওয়ার্ডের পেলা গাজীর বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ওই বাড়ির মৃত আনু মিয়ার ছেলে মো. কামাল উদ্দিন, মো. জাফর, মো. দিদার ও মো. শহিদ উল্লাহর ৪টি টিনের চালার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থদের দাবি এ ঘটনায় তাদের ৩০ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আযাদুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় হতাহত নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
জেএন/পিআর