মিয়ানমারের অভ্যন্তরে স্বাধীনতাকামী আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘর্ষের জেরে দেশটির জান্তা সরকারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ অন্যান্য বাহিনীর ৩৩০ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
প্রশাসনিক নিরাপত্তার কথা বিবেচনা করে তুমব্রু থেকে ১০১ জনকে টেকনাফের হ্নীলা আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
বান্দরবানের ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেতা বিজিপি সদস্যদের বৃহস্পতিবার বিকেলে টেকনাফের হ্নীলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সন্ধ্যা পর্যন্ত টেকনাফ ২ বিজিবির আওতাধীন ১৬৭ জন বিজিপি সদস্যকে হ্নীলায় হেফাজতে রাখা হয়েছে। এর আগে বুধবার ৬৬ বিজিপি সদস্যকে এখানে নিয়ে আসা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবির। তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) আরও দু’জন বিজিপি সদস্য টেকনাফে ঢোকে পড়েছেন।
এ পর্যন্ত ৩৩০ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছেন। তাদেরকে দ্রুতই নিজ দেশে ফেরত পাঠানোর তৎপরতা চলমান।’
মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনী ও স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষের সময় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ৩৩০ জন সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। এসব বিজিপি ও তাদের পরিবারের সদস্যদের সমুদ্রপথে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
জেএন/এমআর