চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী এম মোরশেদ খান ও এরশাদ উল্যাহ, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে সাবেক টেকনোক্র্যাট মন্ত্রী মীর মো. নাছির উদ্দীন ও তার পুত্র মীর হেলাল ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোস্তাফা কামাল পাশার মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এই তালিকায় রয়েছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের এম শামসুল আলমও।
মীর নাছির ও মীর হেলাল পিতা-পুত্র উভয়ে দণ্ডপ্রাপ্ত হওয়ায় তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
মোরশেদ খানের মালিকানাধীন প্রতিষ্ঠান বিল খেলাপি এবং এরশাদ উল্যাহর ব্যাংক একাউন্ট সংক্রান্ত জটিলতায় তাঁদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।
সন্দ্বীপের মোস্তাফা কামাল পাশা ও কোতোয়ালী আসনের এম. শামসুল আলম ঋণ খেলাপি হওয়ায় তাদের মনোনয়ন বাতিল হয়েছে।