যাচাই বাছাই শেষে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মীর মো. নাছির উদ্দীন ও তার পুত্র ব্যারিস্টার মীর হেলালের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির অপর মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাকিলা ফারজানার মনোনয়ন।
রোববার (২ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়ন নিয়ে এ সিদ্ধান্ত জানানো হয়।
মীর নাছির বিএনপি-জামায়াত সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন। অবৈধ সম্পদ সংক্রান্ত দুদকের মামলায় তারা সাজাপ্রাপ্ত। তাই তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
ব্যারিস্টার শাকিলা ফারজানা এই আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা।