বিশ্বের দশম ও শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরি নিশাঙ্কার

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব গড়লেন পাথুম নিশাঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বের দশম খেলোয়াড় হিসেবে বিরল এই কীর্তি গড়লেন লঙ্কান ওপেনার। একই সঙ্গে ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়ার ১৮৯ রানের ইনিংসকে।

- Advertisement -

পাল্লেকেরে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘মাতারা হ্যারিকেন’ নামে পরিচিত জয়সুরিয়াকে পেছনে ফেলেন নিশাঙ্কা। আফগান বোলারদের বেড়ধক পিটিয়ে ১৩৯ বলে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ডানহাতি ওপেনার। স্বদেশি কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার মুহূর্তে ভিআইপি গ্যালারিতেই উপস্থিত ছিলেন জয়সুরিয়া। হাততালি দিয়ে অভিনন্দন জানান উত্তরসূরিকে।

- Advertisement -google news follower

ওয়ানডেতে এতদিন ডাবল সেঞ্চুরির সংখ্যা ছিল ১১টি। যা মোট ৯ জন ব্যাটার করেছিলেন। ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ওয়ানডেতে সর্বোচ্চ ৩টি ডাবল সেঞ্চুরির রেকর্ড আরেক ভারতীয় ওপেনার রোহিত শর্মার। রোহিত ও শচীন ছাড়াও ডাবল সেঞ্চুরি করেছেন শুভমান গিল, ঈশান কিষান, বীরেন্দর শেবাগ, মার্টিন গাপটিল, ক্রিস গেইল, ফখর জামান ও গ্লেন ম্যাক্সওয়েল।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM