বোয়ালখালীতে অনুষ্ঠিত হলো “আইল্ল্যার অউন ফোয়ানি উৎসব”

অনলাইন ডেস্ক

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে “আইল্ল্যার অউন ফোয়ানি” উৎসবে আগুনে পোহালেন জোয়ান বুড়োরা। গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় অঙ্গনে এই উৎসবের আয়োজন করেন বন্ধু মহল।

- Advertisement -

আইল্ল্যায় আগুন দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম।

- Advertisement -google news follower

তিনি বক্তব্যে বলেন, আমাদের গ্রামীণ ঐতিহ্য, গ্রাম বাংলার সংস্কৃতি দিনে দিনে হারিয়ে যেতে বসেছে। এই সংস্কৃতিতে বাঙালির প্রাণ স্পন্দন রয়েছে, শেকড়ের ঘ্রাণ রয়েছে। তাই বাঙালি সংস্কৃতিকে চর্চার মাধ্যমে আগামী প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে হবে।

সুব্রত দত্ত রাজুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কাজী আল আমিন যাবের ছাবেরী, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আকবর, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সুফিয়ান, সৈয়দ মোহাম্মদ আলী, মোহাম্মদ আশরাফ, সুব্রত মহাজন, মো.নাছের, প্রভাষ চক্রবর্তী, সাংবাদিক রাজু দে, আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন ও শাহাদাৎ হোসেন।

- Advertisement -islamibank

উৎসবে জিলেপি, নিমকি, গজা, মোয়া ও বরই বিতরণ করা হয় উপস্থিত লোকজনের মাঝে।

জেএন/পূজন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM