শাহ আমানতে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের কার্গো থেকে প্রায় দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দার একটি দল।

- Advertisement -

রোববার (২ ডিসেম্বর) সকাল ১১টায় সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে কার্গোটি খোলা হয়।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর শাখার সহকারী কাস্টমস কমিশনার মাহবুবুর রহমান জয়নিউজকে বলেন, মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে  সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের কার্গো থেকে ২৭টি বড় কার্টন আটক করা হয়। কার্টনগুলোর মধ্যে ৫ হাজার ৩০০টি ছোট কার্টনে ১০ লাখ ৬০ হাজার শলাকা সিগারেট এবং ২৭টি কম্বল পাওয়া যায়।

সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) এড়ানোর জন্য এসব সিগারেট অবৈধভাবে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুল্ককরসহ আটক পণ্যের মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। আটককৃত পণ্যের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM