কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারেনি : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের আগে নিষেধাজ্ঞার ভয় দেখানো হয়েছিলো। তবে নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য উন্মুক্ত করে দিয়েছিলাম। তাই নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের সুনির্দিষ্ট কারণ বলতে হবে।

- Advertisement -

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

শেখ হাসিনা বলেন, জাতির পিতাকে হত্যার পর জনগণের কোনো অধিকার ছিল না। আওয়ামী লীগের নেতা কর্মীদের ত্যাগের বিনিময়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগই ভোটের অধিকার ফিরিয়ে এনেছে।

দেশের গণতন্ত্র রক্ষা করা মূল লক্ষ্য উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, সরকারের ধারাবাহিকতার কারণে দেশের উন্নয়ন করা সম্ভব হয়েছে। নির্বাচনী ইশতেহার পূরণ করতে হবে। দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নে যতো ত্যাগ করা দরকার তা করবো।

- Advertisement -islamibank

সকাল সাড়ে ১০টায় এই বিশেষ বর্ধিত সভা শুর“ হয়। এতে অংশ নিয়েছেন জেলা, উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সংসদ সদস্যরা।

সভায় যোগ দিতে সকাল ৮টা থেকে গণভবনের সামনে জড়ো হন সারা দেশ থেকে আসা নেতারা। সাড়ে আটটা থেকে গণভবনে প্রবেশ করেন তারা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM