বান্দরবানে বিএনপির মনোনয়নবঞ্চিত মাম্যাচিং-জাবেদ গ্রুপের হামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদকসহ ২ জন আহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহরের পূরবী হোটেলের সামনে বিএনপির মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং এবং সাধারণ সম্পাদক জাবেদ রেজা গ্রুপের হামলায় বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী গ্রুপের ২ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু এবং স্থানীয় বিএনপির মিডিয়া দলের সদস্য সচিব ওমর ফারুক জিহাদ। খবর পেয়ে স্থানীয়রা দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু জানান, মাম্যাচিং এর মনোনয়ন বাতিল হওয়ায় ক্ষুব্ধ হয়ে বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার নির্দেশে তাঁর অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় সুষ্ঠু বিচারের জন্য সদর থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, পূরবী হোটেলের সামনে বিএনপির নেতাকর্মীদের হাতাহাতির খবর পেয়েছি। স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু’কে মারধরের বিষয়টি আমার জানা নেই।