মাশরাফিকে অধিনায়ক করে ওয়ানডে সিরিজের জন্য রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রত্যাশিতভাবেই ওয়ানডে দলে ফিরছেন সাকিব। সঙ্গে আরেক তারকা ক্রিকেটার তামিম ইকবালও পুরোপুরি ফিট হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরেছেন।
জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও ফজলে রাব্বী মাহমুদ।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, সাইফ উদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।
প্রসঙ্গত, ৯ ও ১১ ডিসেম্বর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচ। এরপর ১৪ ডিসেম্বর সিলেটে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।