নিজেদের দেশের যেসব পণ্য জিআই পণ্য হিসেবে ঘোষণা হতে পারে সেগুলো খুঁজে বের করতে শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
রোববার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করে এসব জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
সচিব জানান, জিআই পণ্য নিয়ে কোনো ঝামেলা হলে আন্তর্জাতিক সংস্থা ডব্লিউআইপিওতে নালিশ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব জানান, টাঙ্গাইলের শাড়ি, গোপালগঞ্জের রসগোল্লা আর নরসিংদীর অমৃত সাগর কলাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে জার্নাল প্রকাশ করা হয়েছে।
সচিব আরও জানান, গ্রাম আদালত সংশোধন আইন ২০২৪ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগের আইনে গ্রাম আদালতে ৭৫ হাজার টাকা জরিমানা করতে পারতো। এখন ৩ লাখ টাকা জরিমানা করতে পারবে।
জেএন/পিআর