কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীর খালে মাথায় হেলমেট ও হাতে গ্লাভস পরা একটি মরদেহ ভেসে এসেছে। দুপুরে উখিয়া খালের ঝিরি দিয়ে কাস্টমস এলাকায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয়দের ধারণা, মরদেহটি মিয়ানমারের নিরাপত্তাবাহিনী কিংবা বিদ্রোহী কোনো গোষ্ঠীর সদস্যের হতে পারে। তবে এ ব্যাপারে নিশ্চিত কোনো কিছু বলতে পারেনি পুলিশ।
উখিয়া থানা পুলিশ জানায়, নাফ নদীর সঙ্গে সংযোগ থাকা তেলিপাড়া খালের জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা।
পরে খাল থেকে তা উদ্ধার করা হয়। মরদেহটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, মরদেহটির মাথায় হেলমেট, হাতে গ্লাভস রয়েছে এবং এটি ফুলে গেছে। পুলিশের ধারণা, এটি কয়েক দিন আগের লাশ।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসেন বলেন, খালের ঝিরি দিয়ে মরদেহ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত শনিবার উখিয়ার সীমান্ত এলাকার রহমতের বিল থেকে অজ্ঞাতপরিচয় আরও একটি মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিচয়হীন সেই মরদেহটি পরে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। এছাড়াও নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পাওয়া গেছে দুটি অবিস্ফোরিত রকেট লঞ্চারের গোলা।
এদিকে টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারে সকাল থেকেই আসছে গুলি ও ভারী বিস্ফোরণের শব্দ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে হোয়াইক্যংসহ আশপাশের এলাকায়।
জেএন/পিআর