বহির্নোঙ্গরে দুই নৌযানের সংঘর্ষে গমবোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে ।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জয়নিউজকে জানান, মঙ্গলবার (৭ আগস্ট) ভোররাতে এমভি পাটগাটি-২ নামের জাহাজটি বন্দর সীমা থেকে পাঁচ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। জাহাজে থাকা ১৪ জন নাবিকের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া এক নাবিক জয়নিউজকে জানান, এমভি আবদুল্লাহ আসিফ-১০ নামে একটি লাইটারেজ জাহাজ রাত আড়াইটার দিকে সন্দ্বীপ চ্যানেলে পাটগাটি-২কে ধাক্কা দেয়। এতে জাহাজটির তলা ফুটো হয়ে যায় এবং দ্রুত সাগরে ডুবে যায়।
তিনি জানান, জাহাজে আমরা মোট ১৪ জন ছিলাম। জাহাজ ডুবির সময় আশেপাশে থাকা লাইটারেজ জাহাজ ও ট্রলার কয়েকজনকে উদ্ধার করে। পরে নৌবাহিনী সকালের মধ্যে বাকিদের উদ্ধার করে।
জয়নিউজ/আরসি