বহির্নোঙ্গরে গমবোঝাই জাহাজ ডুবি

বহির্নোঙ্গরে দুই নৌযানের সংঘর্ষে গমবোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে ।

- Advertisement -

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জয়নিউজকে জানান, মঙ্গলবার (৭ আগস্ট) ভোররাতে এমভি পাটগাটি-২ নামের জাহাজটি বন্দর সীমা থেকে পাঁচ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। জাহাজে থাকা ১৪ জন নাবিকের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

- Advertisement -google news follower

উদ্ধার হওয়া এক নাবিক জয়নিউজকে জানান, এমভি আবদুল্লাহ আসিফ-১০ নামে একটি লাইটারেজ জাহাজ রাত আড়াইটার দিকে সন্দ্বীপ চ্যানেলে পাটগাটি-২কে ধাক্কা দেয়। এতে জাহাজটির তলা ফুটো হয়ে যায় এবং দ্রুত সাগরে ডুবে যায়।

তিনি জানান, জাহাজে আমরা মোট ১৪ জন ছিলাম। জাহাজ ডুবির সময় আশেপাশে থাকা লাইটারেজ জাহাজ ও ট্রলার কয়েকজনকে উদ্ধার করে। পরে নৌবাহিনী সকালের মধ্যে বাকিদের উদ্ধার করে।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM