চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নস্থ নন্দী দিঘী সংলগ্ন পূর্ব পাশের একটি পুকুর ভরাটের খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নুর হাসান সজিবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় পুকুর ভরাটের সত্যতা প্রমাণিত হওয়ায় মালিক পক্ষকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান বলেন, ঘটনাস্থলে গিয়ে ৫৫ শতক পুকুর ভরাটে সত্যতা পাই। ভরাটে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ ঙ ও ১৫ (১) এর ধারা ৮ এ তাদের আর্থিক জরিমানার পাশাপাশি পুকুরটি পুনরায় খননের নির্দেশনা দেয়া হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর, ভূমি অফিস ও মডেল থানার পুলিশ সহায়তা করেন।
জেএন/পিআর