মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুরু আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়া ৭৮৬ প্রার্থী সোমবার (৩ ডিসেম্বর) থেকে নির্বাচন কমিশনের কাছে আপিল করতে পারবেন। বুধবার (৫ ডিসেম্বর) পর্যন্ত মনোনয়ন ফিরে পেতে আপিল করা যাবে। এরপর আপিল আবেদনের ওপর শুনানি শেষে সিদ্ধান্ত জানাবে ইসি। আপিলের জন্য প্রার্থীদের অবশ্যই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যেতে হবে।

- Advertisement -

ইসি সূত্র জানায়, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে সংক্ষুব্ধ ব্যক্তিরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বরের মধ্যে অভিযোগ দাখিল করতে পারবেন। আর কমিশন প্রার্থীদের অভিযোগ আমলে নিয়ে ৬, ৭ ও ৮ ডিসেম্বর শুনানি করে সিদ্ধান্ত দেবেন। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনই আপিল কর্তৃপক্ষের ভূমিকা পালন করবেন।

- Advertisement -google news follower

কর্তৃপক্ষের সিদ্ধান্তে অসন্তুষ্ট প্রার্থী আদালতেও যেতে পারবেন।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM