চ্যাম্পিয়ন্স লিগ/শেষ আটের পথে রিয়াল-ম্যানসিটি

খেলাধুলা ডেস্ক :

ব্রাহিম দিয়াজের দারুণ লক্ষ্যভেদের সুবাদে লেইপজিগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের পথে এক পা দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ

- Advertisement -

আরেক খেলায় কেভিন ডি ব্রুইনের ঝলকে এফসি কোপেনহেগেনের বিপক্ষে ৩-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তা সহজ করেছে ম্যানচেষ্টার সিটি।

- Advertisement -google news follower

রেড বুল অ্যারেনায় মঙ্গলবার রাতে চোটের কারণে খেলতে পারেননি জুড বেলিংহ্যাম। তার অভাবটা অবশ্য বুঝতে দেননি ২৪ বর্ষী দিয়াজ।

গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮ মিনিটে এ স্পেনিয়ার্ডের নিশানাভেদে নির্ধারিত হয় ম্যাচের ফল। দানি কারভাহালের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ-পায়ের শটে তিনি বল জালে জড়ান। তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

- Advertisement -islamibank

এর আগে খেলার তৃতীয় মিনিটে জালের দেখা পেয়েছিল লেইপজিগ। বেঞ্জামিন সেসকো হেডে বল জালে পাঠালেও ভিএআরে গোল বাতিল হয়। কারণ তার সতীর্থ বেঞ্জামিন হেনরিকস অফসাইডের ফাঁদে কাটা পড়েন।

লস ব্লাঙ্কোসদের জয়ের কৃতিত্ব অবশ্য গোলরক্ষক আন্দ্রে লুনিনকেও দিতে হবে। চোটে পড়া থিবো থিবো কোর্ত্তয়ার বদলে খেলতে নেমে প্রতিপক্ষের ৯টি শট ঠেকিয়ে জাল অক্ষত রাখতে তিনি সক্ষম হন।

সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী ৬ মার্চ ফিরতি লেগে মুখোমুখি হবে রিয়াল ও লেইপজিগ। ওই ম্যাচে বেলিংহ্যাম ও কোর্ত্তয়ার মাঠে ফেরার কথা রয়েছে।

কোপেনহেগেনে হওয়া আরেক ম্যাচের ১০ মিনিটেই লিড পায় ম্যানসিটি। ফিল ফোডেনের বাড়ানো বল নিয়ে ডান পায়ের শটে গোলের দেখা পান ডি ব্রুইনে। ৩৪ মিনিটের মাথায় স্বাগতিকদের পক্ষে ম্যাগনাস ম্যাটসন বল জালে জড়িয়ে সমতা টানেন।

ডি ব্রুইনের পাসে বল আদায় করে ৪৫ মিনিটে বের্নার্দো সিলভা বাঁ-পায়ের শটে সিটি আবারো এগিয়ে যায়। খেলা শেষের আগ মুহূর্তে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোলের দেখা পান ফোডেন।

সিটির জার্সিতে মাঠে এদিন উজ্জ্বল ছিলেন ডি ব্রুইনে। মোট পাঁচবার নিয়েছেন শট, যার মধ্যে লক্ষ্যে ছিল তিনটি।

ইতিহাদ স্টেডিয়ামে ৬ মার্চ ৬ মার্চ ফিরতি লেগে সিটি ও কোপেনহেগেন মুখোমুখি হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM