মিরপুর-১৪ নম্বরে বাগানবাড়ি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক ঘর। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, বস্তিতে শতাধিক ঝুপড়ি ঘর ছাড়া দোকানপাট রয়েছে। আগুন লাগার পর তারা যে যেভাবে পেরেছেন আগুন নেভানোর চেষ্টা করেছেন।
আগুনের সূত্রপাত তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। ফায়ার সার্ভিস আরো জানায় বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে মিরপুর ১৪ নম্বরের বাগানবাড়ির একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আগুন নেভাতে যোগ দেয় পাঁচটি ইউনিট। পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
আগুন লাগার সত্যতা নিশ্চিত করেন মিরপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা সিরাজুল ইসলাম। এতে কোন হতাহতের খবর নেই জানালেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। বলেন, আগুনের সূত্রপাত কীভাবে তাৎক্ষনিক কোনো তথ্য পাওয়া যায়নি।
জেএন/পিআর