চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈইয়াছড়া ঝর্ণা দেখতে্ এসে প্রাণ হারালেন আল শাহরিয়ার (২৪) নামে এক পর্যটক।
আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পা পিছলে ঝর্ণার ওপর থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়। নিহত আল শাহরিয়ার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পশ্চিম আলমডাঙ্গা গ্রামের বাবুপাড়া এলাকার খন্দকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।
জানা গেছে, ঢাকা থেকে সাত বন্ধু মিলে বৃহস্পতিবার সকালে মিরসরাই উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের খৈইয়াছড়া ঝর্ণা দেখতে আসে।
দুপুরের দিকে তারা ঝর্ণার একদম উপরে উঠে পড়ে। এসময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যায় শাহরিয়ার। সহকর্মীরা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে মিরসরাই ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌছে বিকেল সাড়ে ৩টার দিকে পাহাড়ের গভীর খাদ থেকে শাহরিয়ারের লাশ উদ্ধার করে।
এসব তথ্য নিশ্চিত করে মিরসরাই ফায়ার স্টেশনের অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান, বন্ধুদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিখোঁজ পর্যটককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেএন/পিআর