কাপ্তাই সেনা জোনের প্রীতি ক্রিকেট ম্যাচ

পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের ২১তম বর্ষপূর্তি উপলক্ষে কাপ্তাই সেনা জোনের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ সোমবার (৩ ডিসেম্বর) কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) মাঠে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

খেলায় কাপ্তাই জোন এবং স্থানীয় পাহাড়ি-বাঙালি খেলোয়াড় একাদশ অংশ নেয়।

- Advertisement -google news follower

১৫ ওভারের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে কাপ্তাই জোন ৯ উইকেটে ১৪৩ রান করে। জবাবে পাহাড়ি-বাঙালি একাদশ ৮ উইকেটে ১২৫ রান করে। কাপ্তাই জোন ১৮ রানে জয়ী হয়।

প্রধান অতিথি হিসাবে ক্রিকেট ম্যাচ উদ্বোধন করেন কাপ্তাই জোন অধিনায়ক লে. কর্নেল শেখ মাহামুদুল হাসান।

- Advertisement -islamibank

এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসেল, বিএসপিআই’র অধ্যক্ষ আশুতোষ নাথ, কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর হাসান আরিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুছাইন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, জীবতলি ইউপি চেয়ারম্যান সুদত্ত চাকমা, মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চাকমা, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, বর্তমান সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ কাপ্তাই জোনের বিভিন্ন কর্মকর্তা, বিএসপিআই’র শিক্ষক-শিক্ষার্থী ও প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

পরে ক্রিকেট ম্যাচে অংশ নেওয়া খেলোয়াড়, এম্পায়ার এবং ধারাভাষ্যকারদের সৌজন্য পুরস্কার প্রদান করা হয়।

জয়নিউজ/লাভলু/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM