ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে মিরাজ, সাকিব-রিয়াদের উন্নতি

মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে উইন্ডিজের বিপক্ষে বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন টাইগারদের সাদা পোশাকের দলপতি সাকিব আল হাসান। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। এসবের ফলও পেয়েছেন এ তিন জন। উইন্ডিজদের ইনিংস ও ১৮৪ রানে বাংলাদেশ হারানোর পর টেস্ট র‍্যাংকিংয়ে হালনাগাদ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

- Advertisement -

মেহেদী মিরাজ

- Advertisement -google news follower

প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ ও দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন মিরাজ। ২১ বছর বয়সী এই ডানহাতি অফস্পিনার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার (১২/১১৭) এর দেখা পেয়ে হয়েছেন ম্যাচসেরা।

ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের পাশাপাশি আইসিসি বোলারদের র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্টেরও দেখা পেয়েছেন মিরাজ। ৬৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ ধাপ এগিয়ে বোলারদের র‍্যাংকিংয়ে ১৬ নম্বরে এখন তিনি। এটিই তার ক্যারিয়ার সেরা অবস্থান।

- Advertisement -islamibank

সাকিব আল হাসান

উইন্ডিজদের বিপক্ষে শেষ টেস্টে ৮০ রান করা সাকিবের উন্নতি হয়েছে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে। ৭ ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন তিনি।

মাহমুদউল্লাহ রিয়াদ

ক্যারিয়ার সেরা ১৩৬ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহর ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে। ১৫ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন তিনি।

মুমিনুল হক ও মুশফিকুর রহিমের অবনতি

রেটিং পয়েন্ট হারিয়েছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। দুই ধাপ পিছিয়ে র‍্যাংকিংয়ের ২৬ নম্বরে এখন মুমিনুল হক। ৭ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে অবস্থান করছেন মুশফিকুর রহিম।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM