ইরানে বাবা-ভাইসহ ১২ স্বজনকে গুলি করে মারল যুবক

ভিনদেশ ডেস্ক :

ইরানে নিজ পরিবারের ১২ সদস্যকে গুলি করে হত্যা করেছে ত্রিশ বছর এক যুবক। শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ কেরমানের ফারিয়াব গ্রামে লোমহর্ষক এই ঘটনা ঘটে।

- Advertisement -

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, পারিবারিক কলহের জেরে ওই যুবক এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ। তবে এর পরপরই পুলিশের গুলিতে মারা গেছে অভিযুক্ত ওই যুবক। প্রতিবেদনে ওই যুবকের নাম পরিচয় প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন।

- Advertisement -google news follower

কেরমান প্রদেশের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম হামিদি জানিয়েছেন, হামলাকারীর পরিবারের মধ্যে বেশ কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। শনিবার সেই ঝামেলা চরম পর্যায়ে পৌঁছলে ভয়াবহ এই হত্যাকাণ্ড ঘটায় ওই যুবক।

জানা গেছে, দীর্ঘদিনের ক্ষোভ থেকে হঠাৎ করেই বাইরে থেকে বাড়িতে ঢুকে পরিবারের লোকেদের ওপর হামলা চালান ওই যুবক।

- Advertisement -islamibank

কেউ কিছু বুঝে ওঠার আগেই বন্দুক থেকে গুলি ছোড়েন তিনি। এতে তার বাবা ও ভাইসহ পরিবারের মোট ১২ সদস্য ঘটনাস্থলেই মারা যান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ