রাজকোটে তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৪৩৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ২-১ এ এগিয়ে গেলো স্বাগতিক ভারত।
এই ম্যাচে ভারতের হয়ে শতক এবং দ্বিশতক করেছেন তিন ব্যাটার। দ্বিশতক করে ম্যাচের প্রথম ইনিংসে ভারতকে ৪৪৫ রানের বিশাল সংগ্রহ এনে দেন বাঁহাতি যশ্বসী জয়সওয়াল।
জবাবে ইংল্যান্ড ৩১৯ রানে অলআউট হয়ে যায়। ইংলিশদের হয়ে বেন ডাকেট ১৫৩ রানের একটি বড়ো ইনিংস খেলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে ১২৬ রানের লিড নিয়ে খেলতে নেমে মারকুটে ব্যাটিং করেন ভারতীয় ব্যাটসম্যানরা।
রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার সেঞ্চুরিতে ভারতকে বিশাল লিড এনে দেয় দুজনের এই অভিজ্ঞ জুটি।
তারপরও হাতে ছয় উইকেট থাকতেই ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
৫৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় স্পিনারদের বোলিং ঘূর্ণিতে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
রবীন্দ্র জাদেজা নেন পাঁচটি এবং কুলদীপ যাদব দুটি উইকেট শিকার করেন।
অলরাউন্ড নৈপুণ্যে এই ম্যাচে সাত উইকেট শিকার করে এবং সেঞ্চুরি হাঁকিয়ে জাদেজা ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।
জেএন/পিআর