চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অংশগ্রহণকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ক্রিকেট দলের জার্সি উন্মোচন শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর সিনিয়রস ক্লাবের ইউসিবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রাম স্টেডিয়াম প্রতিনিধি ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আকতার পারভেজ হিরো এর সভাপতিত্বে ও স্মিতা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম , বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, মো:মসিউর রহমান চৌধুরী, মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, সৈয়দ মোহাম্মদ তানসীর, বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, কো চেয়ারম্যান আবদুস সবুর লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আলী আব্বাস বলেন, বাংলাদেশের ইতিহাস বীর মুক্তিযোদ্ধাদের হাতে গড়া। সেই বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র গঠিত হয়।চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় আয়োজিত বিভিন্ন ইভেন্টে সুনামের সাথে অংশ করে। তিনি খেলোয়াড়দের শৃঙ্খলা ও অনুশীলনের উপর গুরুত্ব দেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাফিজুর রহমান, সৈয়দ আবু বশর, সাবেক সহ সভাপতি লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী,শাহজাদা আলম, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজান, হাসান মুরাদ বিপ্লব, মো: এনামুল হক, রেজিয়া বেগম ছবি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর আহবায়ক সাহেদ মুরাদ সাকু, সদস্য সচিব কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সদস্য সচিব কামরুল হুদা পাভেল সহ সিজেকেএস কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন দল ও সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
জেএন/এমআর