জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগষ্ট রাউজান উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভায় মেজবানের আয়োজন করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শোক দিবস উপলক্ষে এক লাখ মানুষের মেজবানের ব্যবস্থা করেছেন তারা।
এছাড়া প্রত্যেক ইউনিয়নে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ঘোষণা করেছে নেতাকর্মীরা।
এ উপলক্ষে মঙ্গলবার রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সভাপতি শোয়াইব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান,রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুল হক কোম্পানী, নাঈম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ,নসর উদ্দিন, রাউজান উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাসের, যুগ্ন সম্পাদক আহসান হাবিব চৌধুরী, রাউজান পৌরসভা যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, সহ সভাপতি আরিফুল হক চৌধুরী, সাধারন সম্পাদক জিয়াউল হক রোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিপলু, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারন সম্পাদক আশিফ, ছাত্রলীগ নেতা ওয়াহেদ বাবলু, নাসির উদ্দিন প্রমুখ ।
রাউজানে শোক দিবসে একলাখ লোকের মেজবান
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।