শাহ আমানতে বিমান যাত্রীর কাছে মিলল দেড় কেজি স্বর্ণ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৬শ ১৯ গ্রাম ওজনের একটি স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। এসব স্বর্ণ বহনের দায়ে আটক হয় যাত্রী।

- Advertisement -

বিমান বন্দর সূত্র জানায়, আজ বুধবার সকাল ১০টার সময় এফজেড-০৫৬৩ ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

- Advertisement -google news follower

এ ফ্লাইটে স্বর্ণের চালান আসছে। গোপনে এমন খবরে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে কর্তৃপক্ষ। তল্লাশী চালানো হয় ওই বিমানে।

এসময় দুবাই থেকে আসা এক যাত্রীর সাথে থাকা তালা ও ব্যাটারিতে লুকানো অবস্থায় ১ কেজি ৬শ ১৯ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। ওই যাত্রীকে আটক করা হয়েছে।

- Advertisement -islamibank

এসব তথ্য নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, ওই যাত্রী বড় একটি তালার ভিতরে এবং ইলেকট্রনিক চার্জিং লাইটের ব্যাটারির ভিতরে স্বর্ণের পাতের ওপর লিথিয়ামের প্রলেপ দিয়ে স্বর্ণগুলো দেশে এনেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM