কক্সবাজারের টেকনাফ উপজেলায় লক্ষাধিক ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নুরুল ইসলাম ওরফে নুরু (৩৫) টেকনাফ উপজেলার শিলবুনিয়া পাড়ার মোহাম্মদ ইউনুছের ছেলে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন, বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সীমান্ত এলাকা থেকে জনৈক ব্যক্তি মাদকের বড় চালান সংগ্রহ করে পাচারের খবরে পুলিশের দল বিশেষ অভিযান পরিচালনা করে।
এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি ইজিবাইক চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।
পরে পুলিশ সদস্যরা গাড়িটি ধাওয়া দিয়ে অন্তত ১০ থেকে ১২ কিলোমিটার দূরে শাহপরীরদ্বীপ-টেকনাফ সড়কের সংযোগস্থলে জব্দ করতে সক্ষম হয়। এ সময় পলায়নরত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ‘গ্রেফতার ব্যক্তির দেখানো মতে, ইজিবাইকের চালকের আসনের সামনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতার নুরু সংঘবদ্ধ মাদক পাচারকারি চক্রের সদস্য। উদ্ধার হওয়া মাদকের চালান পাচারের কারা জড়িত এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।
নুরুর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
জেএন/পিআর