অভিনয়ে ১৪ বছর কাটানোর পর বিশেষ দিনে বড়পর্দায় পা রাখার ঘোষণা দিলেন ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
২১ ফেব্রুয়ারির দুপুরে নিজের প্রথম সিনেমার ঘোষণা দিয়ে মেহজাবীন জানালেন, তার প্রথম সিনেমার নাম ‘সাবা’। ছবির পোস্টার শেয়ার করে মেহজাবীন ফেসবুকে লিখেন,“২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল।
আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্খী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।”
ইতিমধ্যে সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে জানিয়ে মেহজাবীন বলেন,“২০২৩ সালের শুরুতেই আমরা এই চলচিত্রের কাজ সম্পন্ন করি।”
‘সাবা’ ক্যারিয়ারে বিশেষ হয়ে থাকবে জানিয়ে মেহজাবীন আরো লিখেন,“সাবা অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস। আশা করছি আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন।
গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ-সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।”
সাবা পরিচালনা করছেন মাকসুদ হোসেন। যিনি গ্লোবাল মিডিয়া মেকার্স সহ বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র কর্মশালায় অংশ গ্রহণ করেছেন। সেই সাথে ‘সাবা’ সহ নিজের পরিচালিত আরো একটি সিনেমা নিয়ে ভারত ও বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম বাজারের কো-প্রোডাকশনে অংশ নিয়েছেন।
মেহজাবীন ছাড়াও ‘সাবা’ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার এবং রোকেয়া প্রাচীর মতো অভিনয়শিল্পীরা।
‘মাটির প্রজার দেশে’র আরিফুর রহমান ও তামিম আবদুল মজিদের প্রযোজনায় সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন বরকত হোসেন পলাশ।
জেএন/পিআর