এলিয়েনরা চাইছে আমরা তাদের খুঁজে বের করি: নাসা

এলিয়েনরা ইতোমধ্যে পৃথিবী ভ্রমণ করে গেছে। আমাদের চেয়েও প্রযুক্তিতে এগিয়ে থাকা এলিয়েনদের আমরা ভুল জায়গায় খুঁজে চলেছি। এমনকি নক্ষত্রমণ্ডল ভ্রমণেও এরা দক্ষ। এমনটাই ধারণা করছেন নাসার বিজ্ঞানীরা।

- Advertisement -

নাসায় বুদ্ধিমত্তা বিভাগে কর্মরত সিলভানো পি কলোম্বানো জানান, আমাদের জ্ঞানে আমরা তাদের খুঁজে চলেছি। কিন্তু এমনও হতে পারে, তারাই চাইছে আমরা তাদের খুঁজে বের করি।

- Advertisement -google news follower

তাঁর মতে, এলিয়েনদের প্রযুক্তি আমাদের প্রযুক্তির চেয়ে অনেক বেশি উন্নত। অপরদিকে মহাশূন্য সম্পর্কে আমাদের জ্ঞান স্বল্প।

কলোম্বানোর ধারণা, মানব সভ্যতার উন্নয়ন শুরু হয়েছিল ১০ হাজার বছর আগে থেকে। তবে বিজ্ঞানের উন্নয়ন ঘটেছে মাত্র ৫০০ বছর আগে। পরবর্তীতে আমাদের প্রযুক্তি কতটুকু বা কি গতিতে এগিয়ে যাবে সেটা বলা মুশকিল।

- Advertisement -islamibank

রেডিও ওয়েভ সম্পর্কে সতর্ক করে দিয়ে তিনি বলেন, রেডিও ওয়েভের শক্তির প্রযুক্তি পুরাতন হয়ে যেতে পারে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM