নিকি হ্যালিকে তার জন্মস্থানেই হারালেন ট্রাম্প

ভিনদেশ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ে নিজের জন্মস্থান সাউথ ক্যারোলিনাতেও ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি।

- Advertisement -

এর ফলে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার প্রতিযোগিতায় আরও এগিয়ে গেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

- Advertisement -google news follower

জরিপ অনুসারে শনিবারের (২৪ ফেব্রুয়ারি) ভোটে ট্রাম্প ৬৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে যান। বিপরীতে নিকি হ্যালি পান ৩৬ দশমিক ৮ শতাংশ ভোট। এরআগে ভোট গ্রহণ শেষে সমর্থকদের ঐক্যবদ্ধ থাকায় ভূয়সী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প।

নিজ অঙ্গরাজ্যে বিজয়ের আগে আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, ইউএস ভার্জিন আইল্যান্ডসেও জয় পান এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এতে নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন তিনি।

- Advertisement -islamibank

আগামী ৫ মার্চ সুপার টিউসডের প্রাথমিক লড়াইয়ে অংশ নেবেন ট্রাম্প ও হ্যালি। সেখানে ১৫ অঙ্গরাজ্যের রিপাবলিকান নেতারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। সূত্র: এনবিসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM