কারিগরি শিক্ষার হার বাড়লে আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে দেশে কারিগরি শিক্ষার হার ছিল মাত্র ২ শতাংশ। বর্তমানে তা ১৪ শতাংশে পৌঁছেছে। ২০২০ সালে কারিগরি শিক্ষার হার ২০ শতাংশ, ২০৩০ সালে ৩০ শতাংশ এবং ২০৫০ সালে ৫০ শতাংশে উন্নীতকরণের লক্ষ্যে কারিগরি শিক্ষা খাতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার এম মহিউদ্দিন, অধ্যাপক কামাল হোসেন, ছাত্রনেতা নুরুল হক মনি, সাবেক ভিপি বেলাল উদ্দিন, আনিসুল ইসলাম সজিত, ইমন সরকার, ইয়াসির আরাফাত বাপ্পী, একরামুল কবির, শওকত ওসমান, ভিপি কামরান হোসেন রকি প্রমুখ।