চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসিক ছাত্রী হল ‘দেশনেত্রী খালেদা জিয়া হল’- এর নামফলক তুলে ফেলেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সংগঠনটির দাবি বীর প্রতিক তারামন বিবির নামে এই হলের নামকরণ করতে হবে।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ওই হলের নামফলক, হল নির্দেশক ও উদ্বোধনী ফলক তুলে ফেলা হয়। পরে প্রক্টর কার্যালয়ে ছাত্রলীগ নেতৃবৃন্দ ওই হলের নাম- ‘বীরপ্রতীক তারামন বিবি হল’করার প্রস্তাব জানিয়েছেন।
চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি মনসুর আলম, আবদুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, উপ দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল, প্রদীপ চক্রবর্তী দুর্জয়, আমির সোহেল, মুজিবুর রহমান, সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল, রাজিব আকিব প্রমুখ ছাত্রলীগ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
নামফলক তুলে ফেলার ব্যাপারে মিজানুর রহমান বিপুল জয়নিউজকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মত সর্বোচ্চ বিদ্যাপীঠে কোন চিহ্নিত, এতিমের অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত আসামি, অশিক্ষিত জঙ্গিমাতা খালেদা জিয়ার নামে কোনো স্থাপনা থাকতে পারে না। আমরা বীরপ্রতীক তারামন বিবির নামে হল করার প্রস্তাব রেখেছি।
শাখা ছাত্রলীগের এই নেতা নতুন নামকরণের বিষয়ে প্রক্টর বরাবর আবেদনের কথাও জানান।
তবে বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী জয়নিউজকে জানান, নামফলক তুলে ফেলার কথা আমরা শুনেছি। শুনেছি যে, নাম পরিবর্তনের একটা দাবি জানানো হয়েছে। তবে আমি কোন আবেদনপত্র পাইনি।