রাউজানে ভেজাল খাওয়ার তৈরির অপরাধে দুটি হোটেল ও একটি মিষ্টির দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে ও মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ রাউজান থানা পুলিশের সহায়তায় সোমবার দুপুরে রাউজানের জলিল নগর বাসস্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় নিউ আমানিয়া হোটেল ও নিউ মদিনা হোটেলকে উচ্ছিষ্ট ময়লা হোটেলের পাশে খাসখালী খালে ফেলা ও ভেজাল তেল দিয়ে খাবার তৈরি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার বাইন্যারহাটে জগন্নাথ মিষ্টির দোকানে অভিযান চালিয়ে রাউজান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ মিষ্টির গামলায় পোকা পেয়ে ঐ মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেন।