ইসিতে ৩১৮ জন প্রার্থীর আপিল জমা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল আবেদনের দুই দিনে এ পর্যন্ত ৩১৮ জন প্রার্থীর আপিল জমা পড়েছে। বিভিন্ন ভুলের কারণে প্রাথমিক বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা তাদের মনোনয়নপত্র বাতিল করেন।

- Advertisement -

মঙ্গলবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আপিলকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- বিএনপির প্রার্থী সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, গণফোরামের ড. রেজা কিবরিয়া, জাতীয় পার্টির এবিএম রহুল আমিন হাওলাদার ও মাসুদ পারভেজ।

- Advertisement -google news follower

আপিল গ্রহণের প্রথম দিনে সোমবার ৮৪টি আপিল জমা পড়েছিল নির্বাচন কমিশনে। বুধবার (৫ ডিসেম্বর) আপিলের শেষ দিন।

প্রসঙ্গত, সারাদেশে রিটার্নিং কর্মকর্তারা ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করেন। আপিলের ওপর শুনানি হবে আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর। এরপর সামান্য ভুলের কারণে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদের প্রার্থিতা পুনরায় বহাল করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। বহুল প্রতীক্ষিত এই সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।

জয়নিউজ/পলাশ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM