ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ওআইসির আহ্বান

অনলাইন ডেস্ক

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব হোসাইন ইব্রাহিম তাহা।

- Advertisement -

মুসলিম দেশগুলোর সংস্থা হলেও এখন পর্যন্ত গাজা ইস্যুতে বড় কোনো ভূমিকা রাখতে পারেনি ওআইসি। প্রভাবশালী অনেক মুসলিম দেশের ভূমিকা নিয়েও বিশ্বব্যাপী দেখা দিয়েছে প্রশ্ন।

- Advertisement -google news follower

গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে ওআইসি মহাসচিব বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় গাজায় ব্যাপক মাত্রার যুদ্ধাপরাধ ও গণহত্যার ঝুঁকি বেড়ে চলেছে। এ অবস্থায় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের জন্য সবার মধ্যে সহযোগিতা জোরদার করা জরুরি।

এছাড়া, হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গাজা উপত্যকায় ইসরায়েলি অপরাধের আইনি দিক নিয়ে বক্তব্য রেখেছেন ওআইসির প্রতিনিধি। তিনি বলেন, ফিলিস্তিনে ইসরাইলের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতের আলোচ্য সূচিতে থাকা উচিত।

- Advertisement -islamibank

সোমবার ফিলিস্তিন জবরদখলের আইনি প্রভাব সম্পর্কে এক সপ্তাহের শুনানির সমাপ্তি ঘোষণা করেছে আইসিসি। ওই শুনানিতে নিজেদের বক্তব্য তুলে ধরেছে বিশ্বের ৫২টি দেশ। ইসরায়েলের দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়েছে এসব দেশ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM