দুস্থ শিক্ষার্থীদের ইউএনও-ইউপি চেয়ারম্যানের সহায়তা

চন্দ্রঘোনা ইকবালীয়া মাদ্রাসার ৮০ জন ছাত্র-ছাত্রীকে প্রতিষ্ঠানের পোশাক দেওয়া হয়েছে। কাপ্তাই উপজেলা এলজিএসপি ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪ ডিসেম্বর এই পোশাক বিতরণ করা হয়।

- Advertisement -

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদের আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী পেশাজীবী পরিষদের আহ্বায়ক মো. আকবর হোসেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য আকতার হোসেন মিলন, মাদ্রাসার প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম সিরাজ ও সাবেক ছাত্রনেতা মাহমুদ রুবেল।

- Advertisement -google news follower

ইকবালীয়া মাদ্রাসার বেশিরভাগ ছাত্রছাত্রীই হতদরিদ্র পরিবারের সন্তান। এদের অনেকের মাদ্রাসার পোশাক ছিল না। বিষয়টি জানার পর উপজেলা ইউএনও আশ্রাফ আহমেদ রাসেল এবং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী তাদের পোশাক দেওয়ার উদ্যোগ নেন। পোশাক পেয়ে এখন খুব খুশি মাদ্রাসার শিক্ষার্থীরা।

জয়নিউজ/লাভলু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM