সংসদে সাতটি স্থায়ী কমিটি পুনর্গঠন

অনলাইন ডেস্ক

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করে জাতীয় সংসদে বৃহস্পতিবার সাতটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতীয় সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে কণ্ঠভোটে প্রস্তাবগুলো গৃহীত হয়।

- Advertisement -

পুনর্গঠিত কমিটিগুলো হলো শিক্ষা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

- Advertisement -google news follower

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে বেগম শামসুন নাহার (৩১৯ মহিলা আসন-১৯), কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে ফরিদুন্নাহার লাইলী (৩৪৩ মহিলা আসন-৪৩), বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে অ্যারোমা দত্ত (৩৪০ মহিলা আসন-৪০), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আশরাফুন্নেসা (৩৪৪ মহিলা আসন-৪৪), অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে ওয়াসিকা আয়শা খান (২৪৭ মহিলা আসন-৪৭), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে ফরিদা ইয়াসমিন (৩৩৫ মহিলা আসন-৩৫) এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে ডরথী তঞ্চঙ্গা (২৪৮ মহিলা আসন-৪৮) কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM