১৭ বাংলাদেশিকে ফেরত আনতে মিয়ানমার গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধি দল।
বুধবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে প্রতিনিধি দলটি টেকনাফ চৌকির বিজিবির জেটি ঘাট দিয়ে মিয়ানমারের মংডুর উদ্দ্যেশে রওনা দেয়। ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন কক্সবাজারের টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী।
বিজিবি সূত্রে জানায়, প্রতিনিধি দলটি প্রথমে মিয়ানমার প্রতিনিধি দলের সঙ্গে পতাকা বৈঠক করবে। এরপর বিভিন্ন মেয়াদে কারাভোগ করা ১৭ বাংলাদেশি নাগরিককে বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পতাকা বৈঠকে ৯ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দলেরে নেতৃত্বে রয়েছেন হটেন লিনেন।