পেকুয়ায় জলদস্যু তারেক নিহত

পেকুয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু তারেক (৩২) নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।

- Advertisement -

বুধবার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

সূত্র জানায়, তারেকের নেতৃত্বে একদল জলদস্যু সাগর থেকে মাছ ধরার ফিশিং বোট ছিনতাই করে। এরপর মালিকের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। টাকা নিতে মগনামায় আসে তারেক।

খবর পেয়ে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদি হাসানের নেতৃত্বে র‌্যাবের টিম সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের সঙ্গে জলদস্যুদের গুলিবিনিময় হয়। বন্দুকযুদ্ধে নিহত হয় জলদস্যু তারেক। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, ২৩ রাউন্ড গুলি এবং চার রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

নিহত তারেক কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আবদুস শুক্কুরের ছেলে। সে স্বরাষ্ট্রমন্ত্রণায়ের তালিকাভুক্ত শীর্ষ জলদস্যু দিদার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ জাকির হোছাইন ভুঁইয়া জয়নিউজকে জানান, নিহত জলদস্যু তারেকের লাশ পেকুয়া থানায় রয়েছে।

জয়নিউজ/গিয়াস
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM