গেল এক বছরের ব্যবধানে লক্ষাধিক ভোটার বেড়ে বর্তমানে চট্টগ্রাম জেলায় মোট সংখ্যা দাড়িয়েছে ৬৪ লাখ ২৫ হাজার ২৬৮ জন। এসময়ের মধ্যে মহিলা ভোটারের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে পুরুষ ভোটারের সংখ্যা।
গতকাল ২ মার্চ ভোটার দিবস উপলক্ষে সারাদেশের মতো চট্টগ্রামেরও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এতে বলা হয়, এতে বলা হয়, বর্তমানে চট্টগ্রামে মোট ভোটার ৬৪ লাখ ২৫ হাজার ২৬৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৬৪ হাজার ২৭৭ জন এবং মহিলা ৩০ লাখ ৬০ হাজার ৯৩৩ জন। আর হিজড়া ভোটার ৫৮ জন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গেল এক বছরে চট্টগ্রামে ভোটার বেড়েছে এক লাখ ১০ হাজার ৮৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ৩৬,১৮৪ ও পুরুষ ভোটার ৭৪,৬৮৭ জন।
মহিলা ভোটারের চেয়ে পুরুষ ভোটার প্রায় দ্বিগুণ বেড়েছে। যা শতকরা হিসাবে ২০৬ শতাংশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন উপলক্ষে ঘোষিত ভোটার তালিকা অনুযায়ী চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় ভোটার সংখ্যা ছিল ৯২ লাখ ৪৩ হাজার ২৫৬ জন।
এরমধ্যে চট্টগ্রামের ভোটার সংখ্যা ছিল ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৩ জন। পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন। মহিলা ভোটার ছিল ৩০ লাখ ২৮ হাজার ৭৪৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ৫৪ জন।
এক বছরের ব্যবধানে চট্টগ্রাম জেলাসহ চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় ভোটার বেড়েছে ১৭ লাখ তিন হাজার ৭৬০ জন। ৫ অঞ্চলের মোট ভোটার সংখ্যা ৯৪ লাখ ১৭ হাজার ১৬ জন।
এরমধ্যে চট্টগ্রামে ভোটার বেড়েছে এক লাখ ১০ হাজার ৮৭৫ জন। রাঙামাটি জেলায় নয় হাজার ২৭৩ জন ভোটার বেড়ে বর্তমানে ভোটার দাঁড়াল ৪ লাখ ৮৩ হাজার ৭২৭ জন।
বান্দরবানে ৫ হাজার ৯০৯ জন বেড়ে বর্তমানে দাঁড়াল ২ লাখ ৯৩ হাজার ৯৩৯ জন। খাগড়াছড়ি জেলায় ১০ হাজার ৩৫৭ জন বেড়ে বর্তমান ভোটার সংখ্যা হল ৫ লাখ ২৫ হাজার ৭৭৬ জন এবং কক্সবাজারে ৩৭ হাজার ৩৪৬ জন বেড়ে ভোটার সংখ্যা দাঁড়ায় ১৬ লাখ ৮৮ হাজার ৩০৬ জন।
উল্লেখ্য : নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সারাদেশের মতো চট্টগ্রামেও জাতীয় ভোটার দিবস পালিত হয়। এই দিনেহালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
জেএন/পিআর