প্রিমিয়ারকে সারা বিশ্বের কাছে পরিচিত করাতে চাই : ড. অনুপম

প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে চাই।

- Advertisement -

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আরও ৪ বছরের জন্য দায়িত্ব পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করেন শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত  সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।

- Advertisement -google news follower

ড. অনুপম সেন জয়নিউজকে বলেন, রাষ্ট্রপতি আমাকে পুনরায় কাজের সুযোগ করে দেওয়ায় আমি কতৃজ্ঞ। এ বিশ্ববিদ্যালয়ের সাফল্য অব্যাহত রাখার জন্য চেষ্টা করে যাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন নিজ নিজ পেশায় দেশকে আলোকিত করতে পারে তাদেরকে সেভাবে গড়ে তুলব।

প্রসঙ্গত, প্রফেসর ড. অনুপম সেনকে ২০২২ সাল পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ২০১০ সালের ৩১ (১) ধারায় দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন। তিনি ২০০৬ সালের ১ অক্টোবর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।

জয়নিউজ/হিমেল ধর/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM