সীতাকুণ্ডে অভিযানের খবরে তালা লাগিয়ে পালিয়েছে ল্যাব মালিক

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে কুমিরা এলাকার বিভিন্ন ডায়াগনোস্টিক সেন্টার পরিদর্শন করা হয়েছে।

- Advertisement -

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদের নেতৃত্বে রবিবার দুপুর ১ টা থেকে পরিদর্শন শুরু করে।

- Advertisement -google news follower

তবে তার আগেই অভিযানের খবর পেয়ে ল্যাবে তালা লাগিয়ে পালিয়ে গেছে কুমিরা হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারের মালিক।

ডায়াগনস্টিক সেন্টারটি লাইসেন্স না থাকা এবং নানান অনিয়মের অভিযোগে ল্যাবটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

- Advertisement -islamibank

তাছাড়া একই অভিযানে ওই এলাকার ইউনিটি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারেও সরকারিভাবে ১০টি নির্দেশনা যথাযথ ভাবে পালন না করায় এবং বিভিন্ন অনিয়ম দেখে পরিদর্শন টিম। ফলে প্রতিষ্ঠানটিকে আগামী ২ দিনের মধ্যে সকল কাগজপত্র ঠিক করে অত্র কার্যালয়ে জানানোর জন্য নির্দেশ দেন। ল্যাবের ইসিজি এবং এক্সরে মেশিন নষ্ট হওয়াতে তা বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

পরে অরবিট ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠানটিতে লাইসেন্স আপডেট রয়েছে,তবে সরকারি নির্দেশনা যথাযথভাবে না হচ্ছে না। সতর্ক করা হয়।

পরিদর্শনকালে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদের সাথে ছিলেন
মেডিকেল অফিসার ডা.ফারহান নাসিম, ডা.বিবি কুলসুম সুমি, পরিসংখ্যানবিদ ইমাম উদ্দিন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সীতাকুণ্ড উপজেলায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডা. নুর উদ্দিন রাশেদ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM