বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে ১৩০০ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় পলিথিন মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা গুনলেন দুই ব্যবসায়ী।
সোমবার (৪ মার্চ) বিকেলে এই আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী।
তিনি জানান, পলিথিন মজুদ ও বিক্রির দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। তাদের কাছ থেকে ১৩০০ কেজি পলিথিন জব্দ করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল।
জেএন/পূজন/এমআর