লিগ ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে হারে টমাস টুখেলের বায়ার্ন মিউনিখ। লিগ শিরোপার লড়াইয়ে পিছিয়ে যায়। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে যাওয়ার লড়াইয়ে ইতালির ক্লাব ল্যাজিওর মাঠ থেকেও হেরে ফেরে বাভারিয়ানরা।
এতেই টুখেলের চাকরির সুতোয় টান পড়ে। আগামী মৌসুমে টুখেল বায়ার্নের দায়িত্বে থাকছেন না এটাও এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। ওই ধাক্কা সামলে টুখেলের ছকে চ্যাম্পিয়ন্স লিগের বড় দল বায়ার্ন দাপটের সঙ্গেই কোয়ার্টার ফাইনালে উঠেছে।
ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ল্যাজিও’র বিপক্ষে ৩-০ গোলে জিতেছে দলটি। দুই লেগ মিলে পেয়েছে ৩-১ গোলের জয়।
ম্যাচে বায়ার্ন মিউনিখ ৩৮ মিনিটে প্রথম গোল পায়। টটেনহ্যাম থেকে শিরোপা জয়ের আশা নিয়ে বায়ার্ন মিউনিখে আসা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন ওই গোল করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান ২-০ করে ফেলেন অভিজ্ঞ টমাস মুলার। এরপর ৬৬ মিনিটে হ্যারি কেন দ্বিতীয়বার জালে বল পাঠান।
জেএন/এমআর